Ridge Bangla

সুন্দরবনে ১১০ কেজি হরিণের মাংস জব্দ

সুন্দরবনের পশ্চিমাঞ্চলের ঠাকুরবাড়ি ঘাট এলাকা থেকে ১১০ কেজি হরিণের মাংস জব্দ করেছে কোস্টগার্ড। একই অভিযানে হরিণ শিকারের অভিযোগে মো. আরিফুল সরদার (২৪) নামে এক যুবককে আটক করা হয়েছে।

কোস্টগার্ড সদর দপ্তরের (ঢাকা) মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে পশ্চিম সুন্দরবনের নলিয়ানের ঠাকুরবাড়ি ঘাট এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে হরিণ শিকারকারীরা দুটি নৌকায় থাকা হরিণের মাংস ফেলে পালিয়ে যায়।

পরবর্তীতে নৌকা দুটি তল্লাশি করে ১১০ কেজি হরিণের মাংস জব্দ করা হয় এবং ঘটনাস্থল থেকে একজন শিকারিকে আটক করা হয়।

জব্দ করা মাংস এবং আটক যুবককে বন বিভাগের সংশ্লিষ্ট ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে। পলাতক অন্যান্য হরিণ শিকারিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কোস্টগার্ড।

আরো পড়ুন