Ridge Bangla

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় মোটরসাইকেল ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার জয়কলস গ্রামের কাছে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেটগামী একটি প্রাইভেটকারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন— সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মচারী মো. জুয়েল মিয়া এবং একই কার্যালয়ের আরেক কর্মচারী শব্দর আলী। তাদের অকাল মৃত্যুতে কর্মস্থলে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মীরা গভীর শোক প্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

দুর্ঘটনার পর মহাসড়কে কয়েক কিলোমিটার যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে শান্তিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে এবং প্রাইভেটকারটি জব্দ করে।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাইভেটকারের চালককে আটক করা হয়েছে কি না তা তদন্তের পর নিশ্চিত করা যাবে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন