Ridge Bangla

সুনামগঞ্জে পিকআপ–অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার পাগলা বাজার এলাকায় সুনামগঞ্জ–সিলেট মহাসড়কে একটি পিকআপ ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন অটোরিকশাচালক জীবনানন্দ, নবীনগরের বাসিন্দা আরাদিতা এবং সুনামগঞ্জ সরকারি সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী প্রথমা। তারা সবাই সুনামগঞ্জ পৌর শহরের উকিলপাড়া ও নবীনগর এলাকার বাসিন্দা। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সুনামগঞ্জগামী দ্রুতগতির একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে–মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজন নিহত হন। সংঘর্ষের পর পিকআপ ভ্যানটি রাস্তার পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে শান্তিগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। নিহতদের লাশ সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। স্থানীয়রা জানান, সকালবেলায় মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক থাকলেও পিকআপ ভ্যানটি অস্বাভাবিক দ্রুতগতিতে চলছিল। এতে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ বলেন, অটোরিকশার চালকসহ তিনজন ঘটনাস্থলেই মারা গেছেন। পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে, তবে চালক পলাতক। ঘটনার বিস্তারিত তদন্ত চলছে। এই দুর্ঘটনায় নিহতদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা মহাসড়কে অতিরিক্ত গতিসীমা নিয়ন্ত্রণ ও নিয়মিত তদারকির দাবি জানিয়েছেন।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৯

আরো পড়ুন