আফ্রিকার যুদ্ধবিধ্বস্ত দেশ সুদানে সেনাবাহিনীর প্রতিপক্ষ আধাসামরিক বাহিনী ‘র্যাপিড সাপোর্ট ফোর্সেস’ (আরএসএফ) দেশটির জন্য একটি প্রতিদ্বন্দ্বী সরকার গঠনের ঘোষণা দিয়েছে। সংঘাতের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে লন্ডনে আয়োজিত একটি উচ্চপর্যায়ের সম্মেলনের সময় এ ঘোষণা আসে।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি এই ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় সুদানে “শান্তির পথ” অনুসন্ধানের আহ্বান জানান। আরএসএফ নেতা মোহাম্মদ হামদান দাগালো, যিনি হেমেদতি নামে পরিচিত, তিনি বলেন, “আমরা একটি বাস্তবসম্মত ভবিষ্যতের দিকেই এগোচ্ছি।”
এদিকে সুদানে এখনো চলমান রয়েছে তীব্র সংঘাত। দেশটির সশস্ত্র বাহিনী জানিয়েছে, তারা এল-ফাশের শহরের বাইরে আরএসএফের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। এর ফলে জমজম শরণার্থী শিবির থেকে হাজার হাজার মানুষ পালাতে বাধ্য হয়েছে।
প্রসঙ্গত, ২০২৩ সালের ১৫ এপ্রিল থেকে সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান এবং হেমেদতির মধ্যে ক্ষমতা নিয়ে রক্তক্ষয়ী লড়াই চলছে। এই গৃহযুদ্ধে এখন পর্যন্ত দেড় লাখেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে এবং বাস্তুচ্যুত হয়েছে ১ কোটি ২০ লাখ মানুষ—যা দেশটির ইতিহাসে অন্যতম ভয়াবহ মানবিক সংকট তৈরি করেছে।