Ridge Bangla

সুদানের হাসপাতালে ভয়াবহ হামলা, শিশু ও চিকিৎসকসহ ৪০ জনের অধিক নিহত

সুদানের পশ্চিম কুরদোফানের আল-মুজলাদ হাসপাতালে ভয়াবহ এক হামলায় অন্তত ৪০ জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন শিশুসহ পাঁচজন চিকিৎসাকর্মী। শনিবার সংঘটিত এই হামলার ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আধানম গেব্রিয়েসুস একে “ভয়ানক ও অগ্রহণযোগ্য” আখ্যা দিয়ে বলেন, “চিকিৎসাকেন্দ্র ও চিকিৎসাকর্মীদের লক্ষ্যবস্তু বানানো আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন।”

অধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) অভিযোগ করেছে, হামলাটি চালিয়েছে সুদানের সেনাবাহিনী। দেশটির দুইটি নাগরিক সংগঠন—সুদান ডক্টরস নেটওয়ার্ক ও ইমার্জেন্সি লইয়ার্স—ও এই দাবি সমর্থন করেছে। তাদের মতে, হাসপাতালের ভেতরে অবস্থানরত আরএসএফ সদস্যদের লক্ষ্য করে সেনাবাহিনী হামলা চালায়। তবে সেনাবাহিনী এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

২০২৩ সালের এপ্রিল থেকে শুরু হওয়া সুদানের গৃহযুদ্ধ বর্তমানে বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক সংকটে পরিণত হয়েছে। জাতিসংঘ জানিয়েছে, এই যুদ্ধে হাজার হাজার বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছেন এবং কোটি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

এই প্রেক্ষাপটে ইউনিসেফ প্রধান ক্যাথরিন রাসেল বলেছেন, “সুদানের সংঘাত শিশুদের জন্য এক বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি করেছে। চাদে পালিয়ে আসা বহু শিশু অপুষ্টিতে ভুগছে, শিক্ষা থেকে বঞ্চিত এবং যৌন সহিংসতার ঝুঁকিতে রয়েছে।”

হাসপাতালে হামলার ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায় উদ্বেগ প্রকাশ করেছে এবং যুদ্ধরত পক্ষগুলোর প্রতি বেসামরিক মানুষ ও চিকিৎসাকেন্দ্রগুলোকে সুরক্ষা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

আরো পড়ুন