Ridge Bangla

সুদানের এল-ফাশের মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন

সুদানের দারফুর অঞ্চলের এল-ফাশের শহরের একটি মসজিদে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ভোরের নামাজ চলাকালীন ড্রোন হামলায় কমপক্ষে ৭৮ জন নিহত হয়েছেন। এছাড়া আরও প্রায় ২০ জন আহত হয়েছেন। হামলার জন্য আধাসামরিক গোষ্ঠী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-কে দায়ী করা হলেও, গোষ্ঠীটি এখনও হামলার দায় স্বীকার করেনি।

স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, নামাজ চলাকালীন হামলা শুরু হলে মসজিদে থাকা অনেকেই প্রাণ হারান। বিবিসি একটি ভেরিফাইড ভিডিও বিশ্লেষণে দেখেছে, মসজিদের পাশেই প্রায় ৩০টি মৃতদেহ কাপড় ও কম্বলে মোড়ানো অবস্থায় রয়েছে। চিকিৎসা সূত্র জানাচ্ছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে, কারণ ধ্বংসস্তূপের নিচে এখনো অনেক মরদেহ আটকে থাকতে পারে।

সম্প্রতি ডক্টরস উইদাউট বর্ডার্স জানিয়েছে, আরএসএফ এল-ফাশেরকে অ-আরব জনগোষ্ঠীমুক্ত করার পরিকল্পনা করছে। যদিও গোষ্ঠীটি এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে এসেছে। সুদানে দুই বছরের বেশি সময় ধরে সেনাবাহিনী ও আরএসএফ-এর মধ্যে ভয়াবহ গৃহযুদ্ধ চলছে। বর্তমানে আরএসএফ ধীরে ধীরে এল-ফাশারের নিয়ন্ত্রণ নেওয়ার পথে অগ্রসর হচ্ছে। এল-ফাশার হলো দারফুর অঞ্চলের সেনাবাহিনীর শেষ ঘাঁটি, যেখানে তিন লক্ষাধিক বেসামরিক নাগরিক যুদ্ধের ফাঁদে আটকে আছেন।

এই সপ্তাহে আরএসএফ এল-ফাশারে নতুন অভিযান শুরু করে, যার মধ্যে শহরের পাশে অবস্থিত আবু শৌক শরণার্থী ক্যাম্পেও হামলা চালানো হয়। সংঘাতের এই ধারা চলতে থাকায় বেসামরিক জনগণ মারাত্মক ঝুঁকিতে রয়েছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৩

আরো পড়ুন