Ridge Bangla

সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ ৩৩ গুণ বৃদ্ধি, উঠছে অর্থপাচারের অভিযোগ

সুইজারল্যান্ডের সুইস ব্যাংকগুলোতে বাংলাদেশি নাগরিকদের আমানতের পরিমাণ ২০২৪ সালে বিপজ্জনক হারে বেড়েছে। সুইস ন্যাশনাল ব্যাংকের (এসএনবি) সদ্য প্রকাশিত বার্ষিক পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালের শেষে বাংলাদেশিদের নামে জমা রাখা অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ৫৯ কোটি ৮২ লাখ সুইস ফ্রাঁ, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ হাজার ৯৭২ কোটি টাকা (প্রতি ফ্রাঁ ১৫০ টাকা হিসেবে গণনা করা হয়েছে)।

এক বছর আগেও এই পরিমাণ ছিল মাত্র ২ কোটি ৬৪ লাখ ফ্রাঁ, অর্থাৎ প্রায় ৩৯৬ কোটি টাকা। ফলে এক বছরে অর্থ জমার হার বেড়েছে প্রায় ২৩ গুণ। আর দুই বছরের ব্যবধানে এই বৃদ্ধির হার ৩৩ গুণ ছাড়িয়েছে, যা অর্থনীতি বিশ্লেষকদের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে।

সুইস ব্যাংকে থাকা এই অর্থের মধ্যে রয়েছে দেশীয় ব্যাংকের পাওনা, আমানতকারীদের জমা এবং পুঁজিবাজারে বিনিয়োগ। তবে বাংলাদেশ ব্যাংক মনে করছে, এই অর্থের অন্তত ৯৫ শতাংশ দেশের ব্যাংকগুলোর বৈধ বাণিজ্যিক পাওনা।

তবে অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা বলছেন, এই অস্বাভাবিক বৃদ্ধির উৎস নিয়ে প্রশ্ন তোলা স্বাভাবিক। অনেকেই আশঙ্কা করছেন, সুইস ব্যাংকে জমা থাকা এই বিপুল অর্থের একটি বড় অংশ হতে পারে বিদেশে পাচার হওয়া অবৈধ সম্পদ।

উল্লেখ্য, অর্থপাচার রোধে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) একাধিকবার সুইস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলেও এখনও পর্যন্ত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানভিত্তিক তথ্য পাওয়া যায়নি।

এই অস্বাভাবিক অর্থপ্রবাহ দেশের অর্থনৈতিক স্বচ্ছতা ও শৃঙ্খলার জন্য হুমকি হিসেবে দেখা হচ্ছে এবং সরকারের তরফ থেকে আরও জোরালো নজরদারির প্রয়োজনীয়তা স্পষ্ট হয়ে উঠেছে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন