Ridge Bangla

সীমিত পরিসরে পেঁয়াজ আমদানির অনুমতি দিচ্ছে সরকার

দেশের বাজারে পেঁয়াজের দাম স্থিতিশীল রাখতে সীমিত আকারে পেঁয়াজ আমদানি পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছে কৃষি মন্ত্রণালয়। আগামীকাল রোববার (৭ ডিসেম্বর) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। সিদ্ধান্ত অনুযায়ী প্রতিদিন সর্বোচ্চ ৫০টি আমদানি অনুমতি (আইপি) ইস্যু করা হবে। প্রতিটি আইপির আওতায় সর্বোচ্চ ৩০ টন করে পেঁয়াজ আমদানি করা যাবে।

শনিবার (৬ ডিসেম্বর) কৃষি মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে ৭ ডিসেম্বর থেকে সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি প্রদান করা হবে। প্রতিদিন ৫০টি করে আইপি (আমদানি অনুমতি) ইস্যু করা হবে। প্রত্যেকটি আইপিতে সর্বোচ্চ ৩০ টন পেঁয়াজের অনুমোদন দেওয়া হবে।

কৃষি মন্ত্রণালয় জানায়, ১ আগস্ট থেকে এ পর্যন্ত যেসব আমদানিকারক রপ্তানি অনুমতির জন্য আবেদন করেছেন, শুধু তারাই পুনরায় আবেদন জমা দিতে পারবেন। একজন আমদানিকারক একবারই আইপির জন্য আবেদন করার সুযোগ পাবেন।

এছাড়াও মন্ত্রণালয় আরও জানায়, বাজারে পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক ও দাম সহনীয় রাখতে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এই আমদানি অনুমোদনের কার্যক্রম চালু থাকবে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন