Ridge Bangla

সীমান্তে ২৭ লাখ টাকার ভারতীয় ঔষধ জব্দ

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার আচকিপাড়া সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে সীমান্তে তৎপর টহল অভিযানে এই ঔষধ জব্দ করা হয়।

বিজিবি সূত্র জানায়, অভিনব কৌশল অবলম্বন করে পাচারের চেষ্টা চলাকালীন সীমান্ত থেকে মোট ৯ হাজার ৬০০ পিস বিভিন্ন ধরনের ভারতীয় ঔষধ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ঔষধের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৭ লাখ ২০ হাজার টাকা। তবে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।

বিজিবি ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মেহেদী হাসান জানান, “মাদক, চোরাচালান বা অবৈধ অনুপ্রবেশ—কোনও অপরাধীই সীমান্ত অতিক্রম করতে পারবে না। দেশের স্বার্থ রক্ষায় বিজিবি সর্বোচ্চ কঠোরতা অব্যাহত রাখবে।”

স্থানীয়দের মতে, সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরে সক্রিয় চোরাকারবারিরা নতুন নতুন কৌশল অবলম্বন করছে। তবে বিজিবির নিয়মিত অভিযান ও কঠোর পদক্ষেপে তাদের নেটওয়ার্ক ধীরে ধীরে ভেঙে পড়ছে।

বিজিবি আরও জানায়, সীমান্ত নিরাপত্তা ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। প্রতিনিয়ত সীমান্তে নজরদারি বাড়ানো হচ্ছে এবং চোরাকারবারিদের বিরুদ্ধে প্রয়োজনীয় অভিযান চালিয়ে তাদের কার্যক্রম সীমিত করার চেষ্টা করা হচ্ছে। এই অভিযান দেশের সীমান্ত নিরাপত্তা জোরদার ও আইনশৃঙ্খলা বজায় রাখার অংশ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১০

আরো পড়ুন