Ridge Bangla

সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হওয়ার ৬ দিন পর লাশ ফেরত

চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী (বিএসএফ) গুলিতে নিহত এক বাংলাদেশি যুবকের মরদেহ ছয় দিন পর ফেরত দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। মঙ্গলবার (৮ জুলাই) রাত ৯টার দিকে দর্শনা সীমান্তের ৭৬ নম্বর মেইন পিলারের কাছে পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহটি বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়।

নিহত যুবকের নাম ইব্রাহিম বাবু (২৪)। তিনি চুয়াডাঙ্গার দর্শনা থানার ঝাঁঝাডাঙ্গা গ্রামের বাসিন্দা নূর ইসলামের ছেলে। গত ২ জুলাই দুপুরে সীমান্তে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বিএসএফের গুলিতে প্রাণ হারান তিনি।

নিহতের পরিবারের দাবি, বাবু সীমান্তের ২৯ নম্বর মেইন পিলারের কাছে ঘাস কাটছিলেন। এ সময় হঠাৎ গুলির শব্দ শোনা যায়। পরে জানা যায়, বিএসএফের গুলিতে তিনি মারা গেছেন এবং তাঁর মরদেহ ভারতের ভেতরে নিয়ে যাওয়া হয়।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদ তিতুমীর জানান, নিহতের মরদেহ ভারতের একটি হাসপাতালে রাখা ছিল। বিষয়টি জানার পর বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে ভারতের সঙ্গে যোগাযোগ করে মরদেহ ফেরতের অনুরোধ জানানো হয়।

মঙ্গলবার রাতে বিজিবি-৬ ব্যাটালিয়নের দর্শনা কোম্পানি কমান্ডার মেজর আসিফ মাহমুদ এবং বিএসএফ-৩২ ব্যাটালিয়নের গেদে কোম্পানি কমান্ডেন্ট শ্রী সুজিত কুমারের নেতৃত্বে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ভারতের নদীয়া জেলার কৃষ্ণনগর থানা পুলিশের প্রতিনিধি দল মরদেহটি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে। পরে দর্শনা থানা পুলিশ নিহত ইব্রাহিম বাবুর মরদেহ বুঝে নিয়ে তাঁর পরিবারের কাছে হস্তান্তর করে বলে জানান ওসি শহিদ তিতুমীর।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন