চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় সংবাদ সংগ্রহে গিয়ে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন স্যাটেলাইট টেলিভিশন ‘এখন টিভি’র দুই সাংবাদিক। গতকাল রবিবার (৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন এখন টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান ও চট্টগ্রাম টেলিভিশন রিপোর্টার্স নেটওয়ার্কের আহ্বায়ক হোসাইন জিয়াদ এবং ক্যামেরাপারসন মোহাম্মদ পারভেজ। বর্তমানে তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
জিয়াদকে মাথায় আঘাত পাওয়ার কারণে নিউরো সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় সন্ত্রাসী ইয়াসিন ও তার সহযোগী মোরশেদের নেতৃত্বে কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ সাংবাদিকদের ওপর হামলা চালায়। তারা ক্যামেরা ভাঙচুর করে, মোবাইল ও মানিব্যাগ লুটে নেয় এবং ব্যবহৃত সিএনজি অটোরিকশাটিও ছিনিয়ে নিয়ে যায়।
জানা গেছে, জিয়াদ ও পারভেজ সেখানে আগের দিন (শনিবার) ঘটা এক সংঘর্ষের ঘটনার তথ্য সংগ্রহ করতে গিয়েছিলেন। শনিবারের ওই সংঘর্ষে যুবদল নেতা মুরাদ মেম্বারের গ্রুপের সঙ্গে ইয়াসিনের বাহিনীর মুখোমুখি সংঘর্ষ হয়, যাতে একজন নিহত হন।
সাংবাদিকদের উপর হামলার এ ঘটনায় চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (সিএমইউজে) কঠোর নিন্দা জানিয়ে ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে।
সংগঠনের সভাপতি মোহাম্মদ শাহনেওয়াজ ও সাধারণ সম্পাদক সালেহ নোমান এক বিবৃতিতে বলেন, সাংবাদিকদের ওপর এই হামলা গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত।
তারা প্রশাসনের প্রতি হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানান এবং ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের পর্যাপ্ত ক্ষতিপূরণের দাবি তোলেন।
উল্লেখ্য, সরকারি জমি দখল করে গড়ে ওঠা জঙ্গল সলিমপুর বস্তি দীর্ঘদিন ধরে চট্টগ্রামের বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী একাধিকবার অভিযান চালালেও এলাকাটি এখনো দখলবাজ চক্রের আস্তানা হিসেবে পরিচিত।