Ridge Bangla

সীতাকুণ্ডে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বিএনপি নেতার মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে কাভার্ডভ্যানের ধাক্কায় জয়নাল আবেদীন (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারৈয়ারঢালা ইউনিয়নের সেবা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জয়নাল আবেদীন ওই ইউনিয়নের শফি মিজি বাড়ির মৃত মীর হোসেনের ছেলে এবং স্থানীয় বিএনপির একজন সদস্য।

স্থানীয় সূত্র জানায়, মোটরসাইকেলে জ্বালানি নেওয়ার পর তিনি মহাসড়কে উঠতেই ঢাকামুখী একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বারৈয়ারঢালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন মাসুম বলেন, জয়নাল শুধু রাজনৈতিক কর্মী নন, তিনি একজন পরিচিত ব্যবসায়ী ছিলেন এবং সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বলেও জানিয়েছেন তিনি।

কুমিরা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ জাকির রাব্বানী জানান, দুর্ঘটনায় জড়িত কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ২৪

আরো পড়ুন