সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ কয়েক ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে সিলেট থেকে ঢাকার উদ্দেশে কালনী এক্সপ্রেস ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে রেল চলাচল ফের স্বাভাবিক হয়।
এর আগে ভোর ৬টা ৪০ মিনিটের দিকে সিলেটের মোগলাবাজার এলাকায় উদয়ন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হয়। হঠাৎ এ দুর্ঘটনায় সিলেটের সঙ্গে ঢাকাসহ সারাদেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। ঘটনার খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ, রেলওয়ে পুলিশ এবং মোগলাবাজার থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। প্রায় তিন ঘণ্টার চেষ্টার পর ক্ষতিগ্রস্ত বগি সরিয়ে রেললাইন মেরামত করা সম্ভব হয়। এর পরই ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হাবিব জানান, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের তেলের ডিপোর পাশ দিয়ে যাওয়ার সময় ট্রেনটি লাইনচ্যুত হয়। সৌভাগ্যক্রমে বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে দুর্ঘটনায় সাময়িকভাবে সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল ব্যাহত হয়।
রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রেললাইনে যান্ত্রিক ত্রুটি বা মাটির নিচে দুর্বলতা থাকায় দুর্ঘটনা ঘটতে পারে। বর্তমানে সিলেট থেকে ঢাকা ও চট্টগ্রামগামী সব ট্রেন নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলাচল করছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে রেল কর্তৃপক্ষ অতিরিক্ত নজরদারি চালাচ্ছে বলেও জানানো হয়েছে।