Ridge Bangla

সিলভার জুবিলি সম্মাননা পেলেন শাকিব খান

ঢাকাই সিনেমার রুপালি পর্দার অপ্রতিদ্বন্দ্বী নায়ক শাকিব খান এবার পেলেন এক বিশেষ স্বীকৃতি। ২৫ বছরের দীর্ঘ কীর্তিময় চলচ্চিত্র যাত্রাকে সম্মান জানিয়ে তাকে ভূষিত করা হয়েছে ‘সিলভার জুবিলি অব এক্সিলেন্স ইন বাংলা সিনেমা অ্যাওয়ার্ড’-এ। এই সম্মাননায় শাকিব খান আবেগে আপ্লুত হয়ে পড়েছেন এবং ভক্তদের উদ্দেশে হৃদয়স্পর্শী বার্তা শেয়ার করেছেন।

সিনেমার রজতজয়ন্তী উপলক্ষে এই সম্মাননা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল দেশীয় গণমাধ্যম দ্য ডেইলি স্টারের পক্ষ থেকে। তবে যুক্তরাষ্ট্র সফরের কারণে নায়ক তখন উপস্থিত থাকতে পারেননি। সম্প্রতি দেশে ফিরে তিনি ব্যক্তিগতভাবে এই সম্মাননা গ্রহণ করেন।

ফেসবুকে নিজের অনুভূতি প্রকাশ করে শাকিব খান লিখেছেন, “চলচ্চিত্রে আমার রজতজয়ন্তীতে এই সম্মাননা আমাকে আরও কঠোর পরিশ্রমের প্রেরণা যোগাবে। বাংলা চলচ্চিত্রকে বিশ্বমঞ্চে তুলে ধরার যাত্রায় এটি এক গুরুত্বপূর্ণ উদ্দীপনা। আমার প্রিয় দর্শকদের প্রতি রইল অফুরন্ত ভালোবাসা। আপনাদের সমর্থন ছাড়া কিছুই সম্ভব হতো না।”

শাকিব খান দীর্ঘ দুই দশক ধরে ঢালিউডে শাসন করেছেন এবং তার অভিনয়, গল্প বলার ক্ষমতা ও জনপ্রিয়তার জন্য তিনি ‘মেগাস্টার’ খ্যাতি অর্জন করেছেন। রূপালি পর্দায় তার অবদান এবং দর্শকপ্রিয়তা আজও অনন্য। এই সিলভার জুবিলি সম্মাননা শুধু শাকিবের ক্যারিয়ারের নয়, বরং বাংলার চলচ্চিত্রকে আন্তর্জাতিক মানে পৌঁছে দেওয়ার অঙ্গীকারও ব্যক্ত করে। শাকিবের এই অর্জন ঢালিউডে দীর্ঘদিন ধরে অবদান রাখা একজন নায়কের প্রতি শ্রদ্ধার প্রতীক হিসেবে চিহ্নিত হচ্ছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১০

আরো পড়ুন