আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচ জিতে এগিয়ে আছে বাংলাদেশ। তবে সিরিজ শেষ না হতেই দেশে ফিরছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। দেশে ফিরেই তিনি সিলেটে ‘এ’ দলের সঙ্গে যোগ দেবেন বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভেলপমেন্ট বিভাগের প্রধান এবং বোর্ড পরিচালক নাজমুল আবেদীন ফাহিম।
নাসুমকে মূলত দুবাই পাঠানো হয়েছিল ভিসা জটিলতায় আটকে পড়া দুই খেলোয়াড়—লেগ স্পিনার রিশাদ হোসেন ও পেসার নাহিদ রানার বিকল্প হিসেবে। এই দুই তরুণ খেলোয়াড় দুবাই বিমানবন্দরে প্রায় তিন দিন আটকে ছিলেন। তখন দল যেন পূর্ণতা পায়, সে জন্য দ্রুত বিকল্প হিসেবে নাসুমকে শুক্রবার বিকেলে দুবাই পাঠানো হয়।
বোর্ড পরিচালক ফাহিম জানান, “ভিসা জটিলতার কারণে আমরা নাসুমকে পাঠিয়েছিলাম। এখন যেহেতু রিশাদ ও নাহিদ দলের সঙ্গে যোগ দিয়েছে, তাই নাসুমকে দেশে ফেরত পাঠানো হচ্ছে।”
শনিবার (১৭ মে) রাত থেকে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বাংলাদেশের সিরিজ শুরু হয়েছে। প্রথম ম্যাচে ২৭ রানের জয় পেয়েছে লিটন কুমার দাসের নেতৃত্বাধীন দল। রিশাদ ও নাহিদ প্রথম ম্যাচে না খেললেও, দ্বিতীয় ম্যাচে তাদের খেলার সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, এর আগে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) স্থগিত হওয়ার পর রিশাদ ও রানা দুবাই হয়ে দেশে ফিরেছিলেন। এবার জাতীয় দলের হয়ে খেলার উদ্দেশ্যে আবারও দুবাইতে গেলেও, একই শহরে তারা এবার ভিসা সমস্যার কারণে কিছুটা ভোগান্তির মুখে পড়েন।