সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিমপাড় টোলপ্লাজা এলাকা থেকে সাতটি চোরাই গরু উদ্ধার করেছে পুলিশ। এ সময় গরু পাচারের সঙ্গে জড়িত সন্দেহে আটক করা হয়েছে দুইজনকে। তারা হলেন পাবনার ফরিদপুর উপজেলার মেছড়া শিববাড়ি গ্রামের রোকন (৩৫) এবং সিরাজগঞ্জ সদর উপজেলার চর বনবাড়িয়া গ্রামের শামিম (২৯)।
শনিবার (১৯ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ অভিযানে তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেছেন যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান।
তিনি জানান, পুলিশ সুপার মো. ফারুক হোসেনের দিকনির্দেশনায় টোলপ্লাজা এলাকায় অবস্থান নেয় পুলিশ। কিছুক্ষণ পর ঢাকাগামী একটি ট্রাককে থামিয়ে তল্লাশি চালানো হয়। ট্রাকটিতে পাওয়া যায় সাতটি ছোট-বড় গরু। বৈধ কাগজপত্র দেখাতে না পারায় রোকন ও শামিমকে আটক করা হয়। পরে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গরুগুলো চোরাই বলে নিশ্চিত হওয়া গেলে সেগুলো উদ্ধার এবং ট্রাকটি জব্দ করা হয়।
ওসি আরও জানান, আটক রোকনের বিরুদ্ধে চুরি ও ডাকাতিসহ অন্তত ২০টি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে গরু চুরি ও পাচার চক্রের সঙ্গে জড়িত বলে পুলিশের কাছে তথ্য রয়েছে।
এ ঘটনায় সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটক দুজনকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। পুলিশ জানায়, চোরাচালান চক্র নির্মূলে অভিযান আরও জোরদার করা হবে।