Ridge Bangla

সিরাজগঞ্জে সাড়ে ৪৮ হাজার টাকার জাল নোটসহ রঞ্জু গ্রেপ্তার

সিরাজগঞ্জ সদর উপজেলার কড্ডার মোড় এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ৪৮ হাজার টাকার জাল নোটসহ রঞ্জু আহমেদ (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১২ এর সদস্যরা। গ্রেপ্তার রঞ্জু উপজেলার বড় হামকুড়িয়া গ্রামের মৃত আফের প্রামানিকের ছেলে।

র‍্যাব-১২ এর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ বুধবার (১০ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে যমুনা সেতু পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের কড্ডার মোড় এলাকায় অভিযান চালায় র্যাব। এ সময় রঞ্জুর কাছ থেকে সাড়ে ৪৮ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। একই সঙ্গে একটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রঞ্জু দীর্ঘদিন ধরে জাল নোট ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এসব জাল টাকা পাইকারি ও খুচরা বাজারে সরবরাহ করে আসছিল সে। তার সঙ্গে আরও একটি সংঘবদ্ধ চক্র জড়িত রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

গ্রেপ্তার রঞ্জুর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি তার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানান, জাল নোট ব্যবহার প্রতিরোধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। জনগণকে সতর্ক থাকার আহ্বানও জানানো হয়েছে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন