Ridge Bangla

সিরাজগঞ্জে যমুনায় পানি বৃদ্ধি, ভাঙনে বিলীন হচ্ছে ঘরবাড়ি ও ফসলি জমি

সিরাজগঞ্জে যমুনা নদীর পানি অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় তীরবর্তী বিভিন্ন এলাকায় নদীভাঙন শুরু হয়েছে। উজান থেকে নেমে আসা ঢল ও দফায় দফায় বৃষ্টির কারণে নদীর পানি বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

এতে করে জেলার শাহজাদপুর, বেলকুচি, চৌহালী, কাজিপুর ও সদর উপজেলার চরাঞ্চলের ঘরবাড়ি, ফসলি জমি এবং শিক্ষাপ্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শাহজাদপুরের চরঠুটিয়া, মাকড়া, ধীতপুর, কুড়সী, বারপাখিয়া, বড় চামতারা, বানতিয়ার, বৃ-হাতকোড়া ও মোহনপুর এবং বেলকুচির মুলকান্দি এলাকা।

কয়েক সপ্তাহ ধরে চলমান এই ভাঙনে বহু মানুষ তাদের বাড়িঘর সরিয়ে নিতে বাধ্য হচ্ছে। নদীগর্ভে তলিয়ে যাচ্ছে পাকা ঘর, চাষ করা ফসল এবং গাছপালা। স্থানীয় কৃষি বিভাগ জানায়, বিগত কয়েক বছরে শুধু শাহজাদপুর উপজেলাতেই যমুনার ভাঙনে প্রায় ২৮২ হেক্টর জমি নদীতে বিলীন হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী নাজমুল হোসাইন বলেন, “পরিস্থিতি সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং ভাঙন রোধে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।”

এদিকে স্থানীয়দের অভিযোগ, জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ না নিলে ভাঙনের ভয়াবহতা আরও বাড়বে এবং পুরো গ্রাম নদীতে বিলীন হয়ে যেতে পারে।

আরো পড়ুন