Ridge Bangla

সিরাজগঞ্জে প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে আহত ৭ জন

সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা বাজারে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চার পুলিশ সদস্যসহ সাতজন আহত হয়েছেন। সদর থানার ওসি মোখলেসুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার দুপুরে দ্রুতগামী একটি প্রাইভেটকার ছোনগাছা বাজারে প্রবেশের সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মোটরসাইকেলে থাকা জুনায়েদ (১৮), বাইজিদ (১৮) ও মুক্তা (১৯) গুরুতর আহত হন।

প্রাইভেটকারে থাকা চার পুলিশ সদস্যও আহত হন। তবে তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, মোটরসাইকেলের তিন যাত্রী ও চার পুলিশ কর্মকর্তার মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

ওসি মোখলেসুর রহমান বলেন, “ছোনগাছা বাজার এলাকায় স্পিডব্রেকার না থাকার কারণে প্রাইভেটকারের দ্রুত গতির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ ঘটে। এটি দুর্ঘটনার মূল কারণ।” তিনি আরও জানান, দুর্ঘটনার পর পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।

স্থানীয়রা মনে করছেন, বাজার এলাকার রাস্তা সংকীর্ণ হওয়ায় এবং গাড়ির অতিরিক্ত গতির কারণে এই ধরনের দুর্ঘটনা নিত্যদিনের ঘটনা। তাদের দাবি, নিরাপত্তা বৃদ্ধির জন্য স্পিডব্রেকার স্থাপন ও সচেতনতার মাধ্যমে দুর্ঘটনা কমানো সম্ভব। এই ঘটনায় পুলিশ সদর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে গাড়ির গতিবেগ নিয়ন্ত্রণ ও নিরাপত্তা বাড়ানোর জন্য পদক্ষেপ গ্রহণ করছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৬

আরো পড়ুন