Ridge Bangla

সিরাজগঞ্জে এডিস মশার বিস্তার, ডেঙ্গুতে আক্রান্ত ২৫৩ জন

সিরাজগঞ্জে এডিস মশার প্রভাব দিন দিন বাড়ছে। নতুন করে আরও ২৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হওয়ায় জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৫৩ জনে। এর মধ্যে ২২৫ জন সুস্থ হলেও বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অনেকে।

সিভিল সার্জন অফিসের পরিসংখ্যানবিদ হুমায়ুন কবির জানান, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ২৫৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। বর্তমানে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল, নর্থ বেঙ্গল মেডিকেল হাসপাতাল, খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতাল এবং সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানে রোগীরা চিকিৎসা নিচ্ছেন। বিশেষ করে সিরাজগঞ্জ পৌরসভা, কাজিপুর ও রায়গঞ্জ উপজেলায় ডেঙ্গুর প্রাদুর্ভাব বেশি।

কয়েক সপ্তাহ আগে সিভিল সার্জন অফিসের কীট তথ্য বিভাগ পৌর এলাকার বিভিন্ন স্থানে, বিশেষ করে সদর হাসপাতাল রোডের মোটরযান গ্যারেজে এডিস মশার লার্ভা শনাক্ত করে। এ নিয়ে গবেষণা শুরু হয়েছে এবং পৌরসভাগুলোকে লার্ভা ধ্বংসে নির্দেশনা দেওয়া হয়েছে।

হুমায়ুন কবির বলেন, বাস-ট্রাক গ্যারেজ, টায়ার, ড্রেন, জলাশয়, ডাবের খোসা, ফুলের টব ও জমে থাকা পানিতে এডিস মশা দ্রুত বংশবিস্তার করে। তাই জনসচেতনতাই প্রতিরোধের প্রধান উপায়।

এদিকে সিরাজগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, এডিস মশা দমন ও জনসচেতনতা বৃদ্ধিতে বিশেষ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। পৌরসভার ১৫টি ওয়ার্ডে ৩টি টিম গঠন করে নিয়মিত স্প্রে করা হচ্ছে। পাশাপাশি মাইকিংয়ের মাধ্যমে নাগরিকদের সতর্ক করা হচ্ছে। তিনি বলেন, “ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ বাড়িঘর পরিষ্কার রাখা ও জমে থাকা পানি অপসারণে সচেতন হতে হবে।”

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন