সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভারাঙ্গা এলাকায় র্যাব-১২ একটি অভিযান চালিয়ে প্রায় ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িত মাদক কারবারি আব্দুর রহিম ওরফে সুইটকে (৩৭) গ্রেপ্তার করা হয়। তিনি উল্লাপাড়া উপজেলার কানসোনা গ্রামের কামরুজ্জামানের ছেলে।
র্যাব-১২’র অতিরিক্ত পুলিশ সুপার ও কোম্পানি কমান্ডার দীপংকর ঘোষ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলের দিকে র্যাবের একটি বিশেষ টিম অভিযানে যায়। অভিযানে ৪ হাজার ৯৭০ পিস ইয়াবা, নগদ ৫ হাজার ৬৮০ টাকা এবং দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, আব্দুর রহিম দীর্ঘদিন ধরে মাদকের অবৈধ ব্যবসায় জড়িত ছিলেন। তার কাছ থেকে জব্দকৃত ইয়াবার পরিমাণ স্থানীয় ও জাতীয় বাজারে বিপুল মূল্যমানের বলে র্যাব সূত্রে জানা গেছে।
র্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃত মাদক কারবারি এবং উদ্ধারকৃত ইয়াবা সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযানের সময় র্যাবের সদস্যরা সকল প্রক্রিয়ায় সতর্কতা অবলম্বন করেন এবং কোনো ধরনের সংঘর্ষ এড়ানো হয়। স্থানীয়রা জানান, এই ধরনের অভিযান এলাকায় মাদকবিক্রির পরিমাণ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। র্যাবও বলেছে, অব্যাহতভাবে মাদক নির্মূলে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করা হবে।