সিরাজগঞ্জ পৌর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই মহল্লার মধ্যে তুমুল সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেলে হোসেনপুর বটতলা ও আটাপাড়া মহল্লার বাসিন্দাদের মধ্যে এই বিবাদ ঘটে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৯ জনকে স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
সিরাজগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) আহসানুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, উভয় মহল্লার মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল। শুক্রবার এই বিরোধ আবারও সংঘর্ষে রূপ নেয়। উভয় পক্ষের লোকজন ইটপাটকেল ও বাটুল নিক্ষেপ শুরু করলে পরিস্থিতি অতি উত্তপ্ত হয়ে ওঠে।
সংঘর্ষের কারণে স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকে এবং এলাকার মানুষ আতঙ্কে ভোগে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালায় এবং উভয় মহল্লায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এছাড়া পুলিশের টহল ও পেট্রোলিং জোরদার করা হয়েছে যাতে পুনরায় কোনো ধরনের সংঘর্ষ না ঘটে।
ওসি আহসানুজ্জামান আরও জানান, এই এলাকায় আগেও সহিংস ঘটনা ঘটেছে। মাত্র এক মাস আগে ওই দুই মহল্লাসহ আরও তিনটি মহল্লায় তুমুল সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। তখনও পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা সতর্ক করেছেন, যদি স্থানীয় প্রশাসন ও পুলিশ কঠোর ব্যবস্থা না নেন, তাহলে আবারও এই ধরনের সংঘর্ষ হতে পারে। পুলিশ এলাকায় নিয়মিত নজরদারি জোরদার করেছে।