প্রিয়াঙ্কা চৌধুরী, ‘বর্ষা সুন্দরী অপরূপা’ খেতাবের বিজয়ী। গত এপ্রিলে এই খেতাব অর্জনের পর থেকে ধীরে ধীরে মিডিয়ায় কাজের ব্যস্ততা বাড়িয়েছেন তিনি। বিশেষত বিজ্ঞাপনে মডেল হিসেবে তার কাজের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। শাকিব আল হাসানের সঙ্গে তিনি এসএমসি ড্রিংক ওয়াটারের বিজ্ঞাপনে নিয়মিত দেখা যাচ্ছেন। এছাড়া রূপচাঁদা তেল, ফ্রেস চিনি, ভিশন রাইস কুকার, প্রাণ সচ, লিচি ড্রিংক ও মিস্টার নুডুলস-এর বিজ্ঞাপনে তাকে দেশব্যাপী টেলিভিশনে দেখা যায়।
এদিকে, নাটকের কাজেও প্রিয়াঙ্কার জনপ্রিয়তা বেড়েছে। দীপ্ত টিভিতে প্রচারিত ‘একটি ভুল ও ফুলের গল্প’ নাটকের ১৮ মিনিটের একটি দৃশ্যের মাধ্যমে দেশের দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। এই নাটকের দৃশ্য সোশ্যাল মিডিয়ায় কোটি ভিউ ছাড়িয়েছে।
প্রিয়াঙ্কা ‘সেলিব্রিটি চয়েস ক্যাম্পেইন ফেস’-এ অংশ নিয়েছেন এবং ব্র্যা-অ্যাম্বাসেডর হিসেবে মেগা ডিলস লিমিটেডের ক্যাম্পেইনে কাজ করছেন। এছাড়া ডায়মন্ড হাউজ পূজা ক্যাম্পেইনের ফেস হিসেবেও অংশ নিয়েছেন। শিগগিরই তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অনার্সে ভর্তি হওয়ার পরিকল্পনা করছেন।
প্রিয়াঙ্কা বলেন, “বর্ষা সুন্দরী অপরূপা হিসেবে মিডিয়ায় আমার যাত্রা শুরু হয়েছে। আমি চাই ভালো গল্পের নাটকে অভিনয় করে নিজেকে তৈরি করি। ভবিষ্যতে সিনেমায় পা রাখার আগ্রহ আছে। অভিনেতাদের কাজ দেখে আমার মধ্যে অনুপ্রেরণা সৃষ্টি হয়েছে, নিজেকে নিখুঁতভাবে উপস্থাপন করতে চাই।”
প্রিয়াঙ্কার স্বপ্ন, ভালো গল্প ও নাটকের মাধ্যমে সিনেমার জগতে নিজেকে প্রতিষ্ঠিত করা।