মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জুবায়েরকে তার পদ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। বুধবার (২৩ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, প্রশাসনিক কারণে সিদ্দিক জুবায়েরকে বর্তমান দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে এবং আদেশটি অবিলম্বে কার্যকর হবে। তবে তার প্রত্যাহারের কারণ হিসেবে প্রজ্ঞাপনে নির্দিষ্ট কিছু উল্লেখ করা হয়নি।
সরকারি উচ্চপর্যায়ের সূত্র জানায়, সাম্প্রতিক কিছু প্রশাসনিক সিদ্ধান্ত, নীতিগত মতবিরোধ এবং শিক্ষা ব্যবস্থাপনা নিয়ে বিতর্কের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিদ্দিক জুবায়ের মূলত শিক্ষা ক্যাডারের কর্মকর্তা হলেও প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। ২০০২ সালে তিনি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব হিসেবে দায়িত্ব নেন এবং পরবর্তীতে পদোন্নতি পেয়ে সিনিয়র সচিব হন। তার সময়ে একাধিক শিক্ষাব্যবস্থা সংস্কার ও ডিজিটাল উদ্যোগ গ্রহণ করা হয়।
তবে সম্প্রতি শিক্ষা খাতে তার কিছু সিদ্ধান্ত নিয়ে সমালোচনা দেখা দেয়। নতুন দায়িত্ব না পাওয়া পর্যন্ত তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত থাকবেন।