বলিউডের জনপ্রিয় দম্পতি কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রা কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন। গত ১৫ জুলাই মুম্বাইয়ের রিলায়েন্স হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন কিয়ারা। পরদিন ইনস্টাগ্রামে মেয়ের আগমনের খবর দেন এই তারকা জুটি। গোলাপি রঙের একটি কার্ডে লিখে জানান, মা ও মেয়ে দুজনেই সুস্থ এবং ইতোমধ্যেই হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।
তবে খুশির এই মুহূর্তেই ছড়িয়ে পড়ে এক ভাইরাল ছবি, যেখানে সিদ্ধার্থ ও কিয়ারা কোলে নবজাতককে নিয়ে দাঁড়িয়ে আছেন, পাশে দেখা যায় সালমান খানকেও। অনেকেই ধরে নেন, এটিই তাদের মেয়ের প্রথম ছবি। ছবিটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
তবে কিছুক্ষণ পরেই স্পষ্ট হয়, ছবিটি আদতে ফটোশপে সম্পাদিত। দম্পতির ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করে জানান, এটি কোনোভাবেই সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের ছবি নয়। ফটোটি সম্পূর্ণ ভুয়া এবং এর সঙ্গে তাদের নবজাতকের কোনো সম্পর্ক নেই।
এ নিয়ে গণমাধ্যম ও ভক্তদের উদ্দেশ্যে এক বিবৃতি দেন তারা। বলেন, “আমরা আপ্লুত, এই আনন্দের মুহূর্তে এতো ভালোবাসা ও শুভেচ্ছা পেয়ে। তবে আমাদের নবজাতক মেয়েকে নিয়ে এই নতুন অধ্যায়টি আমরা পরিবার হিসেবে গোপনীয়তা বজায় রেখে উপভোগ করতে চাই। সবাইকে ধন্যবাদ আমাদের প্রতি ভালোবাসা ও সম্মান দেখানোর জন্য।”
উল্লেখ্য, দুই বছর প্রেমের পর ২০২৩ সালের ফেব্রুয়ারিতে রাজস্থানের যোধপুরে রাজকীয় আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন সিদ্ধার্থ ও কিয়ারা। তাদের কন্যাসন্তানের আগমন ভক্তদের মাঝেও দারুণ উচ্ছ্বাসের সৃষ্টি করেছে। যদিও মেয়ের ছবি প্রকাশ নিয়ে তারা এখনো কোনো সিদ্ধান্ত নেননি।