দীর্ঘ বিরতির পর নতুন আঙ্গিকে আবারও বাজারে ফিরতে যাচ্ছে দেশের প্রথম মোবাইল অপারেটর সিটিসেল। এবার প্রতিষ্ঠানটি গ্রাহকদের জন্য নিয়ে আসছে সবচেয়ে কম কলরেট—প্রতি মিনিটে মাত্র ২৫ পয়সা। একই সঙ্গে অল্প খরচে দ্রুতগতির ইন্টারনেট সুবিধারও প্রতিশ্রুতি দিয়েছে প্রতিষ্ঠানটি।
সিটিসেলের মাতৃপ্রতিষ্ঠান প্যাসিফিক টেলিকম জানায়, নতুন যাত্রায় তারা গ্রাহকবান্ধব সেবা নিশ্চিত করতে একাধিক উদ্যোগ নিয়েছে। শুধু কম কলরেটই নয়, এবার থাকছে মেয়াদবিহীন ইন্টারনেট প্যাকেজ—অর্থাৎ নির্দিষ্ট সময় শেষে ডাটা শেষ হয়ে যাবে না। পাশাপাশি সারাদেশে নতুন টাওয়ার স্থাপন এবং নেটওয়ার্ক উন্নয়নের মাধ্যমে নিরবিচ্ছিন্ন সেবা নিশ্চিত করা হবে।
প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে এবার সিটিসেল আসছে জিএসএম (GSM) প্রযুক্তিতে। ফলে আগের মতো সীমিত ডিভাইসে সীমাবদ্ধ না থেকে সিটিসেলের সিম এখন যেকোনো মোবাইল ফোনে ব্যবহার করা যাবে। এর ফলে গ্রাহকদের জন্য যোগাযোগ ব্যবস্থা আরও সহজ ও সাশ্রয়ী হবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।