Ridge Bangla

‘সিকান্দার’-এর ব্যর্থতার কারণ জানালেন পরিচালক মুরুগাদোস

বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান দুই বছর পর বড়পর্দায় ফিরেছেন ‘সিকান্দার’ সিনেমার মাধ্যমে। ছবিটি নিয়ে ভক্ত ও দর্শকের প্রত্যাশা ছিল আকাশছোঁয়া। কিন্তু বক্স অফিসে পুরোপুরি ব্যর্থ হয়ে দর্শকদের মন জিতে নিতে পারেনি সিনেমাটি। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ‘সিকান্দার’ বক্স অফিসে ভরাডুবির শিকার হয়েছে। এ ব্যর্থতার দায় নিজের কাঁধে নিয়েছেন ছবির পরিচালক এ আর মুরুগাদোস।

সাক্ষাৎকারে মুরুগাদোস বলেন, “সিনেমার মূল গল্পটি আবেগঘন ছিল। এটি এক রাজার কাহিনি, যে নিজের স্ত্রীকে কখনো বোঝেনি। আমরা সবাই কমবেশি এমন মা, বন্ধু বা স্ত্রী, সম্পর্কের মূল্য অনেক সময় বুঝতে পারি না। যখন তারা আমাদের ছেড়ে চলে যান, তখন অপরাধবোধ চেপে ধরে। ছবিতে রাজা স্ত্রীর মৃত্যুতে ভেঙে পড়েন এবং তার অঙ্গদান হয়ে যায় তিনজনের শরীরে।”

তিনি আরও বলেন, “এরপর রাজা তাদের খুঁজে বের করেন এবং স্ত্রীর জন্য যা করতে পারিনি, সব পূরণ করার চেষ্টা করেন। এভাবেই পুরো একটি গ্রাম তার আপন হয়ে ওঠে। গল্পটি আবেগঘন ছিল, কিন্তু আমি ঠিকমতো তা পর্দায় ফুটিয়ে তুলতে পারিনি।”

মুরুগাদোসের ভাষ্যে, “‘গজিনি’ আমি করতে পেরেছিলাম কারণ এটি রিমেক ছিল। পূর্ণ নিয়ন্ত্রণ আমার হাতে ছিল। কিন্তু ‘সিকান্দার’ অরিজিনাল, তাই সেখানে স্বচ্ছন্দ ছিলাম না। আমি বলছি না যে হিন্দি সিনেমায় আর ফিরব না, অবশ্যই ফিরব কিন্তু নিজের কমফর্ট জোনে। দর্শক যখন আমার ভাবনার সঙ্গে সংযোগ খুঁজে পায় না, সেটা আমাকে আঘাত করে।”

উল্লেখ্য, ২০০৮ সালে মুরুগাদোস বলিউডে পা রাখেন ‘গজিনি’ দিয়ে। তামিল রিমেক এই সিনেমা হিন্দিতে ব্লকবাস্টার হয়। আমির খান, আসিন, জিয়া খান ও প্রদীপ রাওয়াত অভিনীত ছবিটির বাজেট ছিল ৫২ কোটি, আয় করেছিল প্রায় ১৯৪ কোটি টাকা।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন