Ridge Bangla

সিআইডির ট্রেনিং সেন্টারে ঝুলন্ত অবস্থায় এসআইয়ের মরদেহ উদ্ধার

রাজধানীর পল্টনে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অধীন ডিটেকটিভ ট্রেনিং স্কুল (ডিটিএস) থেকে আফতাব উদ্দিন রিগান নামে এক উপ-পরিদর্শকের (এসআই) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোস্তফা কামাল খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

নিহত আফতাব উদ্দিন রিগান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল উইংয়ে কর্মরত ছিলেন। সকালে ডিটিএস ভবনের ভেতরে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পেয়ে সহকর্মীরা পুলিশকে খবর দেন। পরে পল্টন থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ওসি মোস্তফা কামাল জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে, তবে বিষয়টি বিস্তারিত তদন্তের আগে নিশ্চিত হওয়া যাচ্ছে না। কী কারণে তিনি এমন পরিস্থিতির মুখোমুখি হলেন বা কোনো ব্যক্তিগত বা পেশাগত চাপ ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ পোস্টমর্টেমের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

সহকর্মীদের ভাষ্য, আফতাব উদ্দিন রিগান ছিলেন দায়িত্বশীল ও দক্ষ কর্মকর্তা। তাঁর মৃত্যুর ঘটনায় প্রতিষ্ঠানের ভেতরে শোকের ছায়া নেমে এসেছে। ট্রেনিং সেন্টারের নিরাপত্তা ও অভ্যন্তরীণ ব্যবস্থাপনা নিয়েও তদন্ত করা হবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন