Ridge Bangla

সালাহ লিভারপুলের সঙ্গে দুই বছরের নতুন চুক্তিতে, থাকছেন ২০২৭ পর্যন্ত

ইংলিশ প্রিমিয়ার লিগে দুর্দান্ত ফর্মে থাকা মিশরীয় তারকা মোহাম্মদ সালাহ লিভারপুল ফুটবল ক্লাবের সঙ্গে আরও দুই বছরের জন্য নতুন চুক্তিতে সই করেছেন। এই চুক্তির ফলে ২০২৭ সাল পর্যন্ত অ্যানফিল্ডেই থাকছেন ৩২ বছর বয়সী এই ফরোয়ার্ড।

শুক্রবার ১১ এপ্রিল ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইট এবং সামাজিক যোগাযোগমাধ্যমে চুক্তি নবায়নের বিষয়টি নিশ্চিত করে লিভারপুল।

নতুন চুক্তি প্রসঙ্গে সালাহ বলেন, এখানে আমি আমার সেরা বছরগুলো কাটিয়েছি। আট বছর খেলেছি, আশা করছি সেটা ১০ বছরে রূপ নেবে। আমি এখানে আমার জীবন এবং ফুটবল দুটোই উপভোগ করছি।

সমর্থকদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, এখানে থাকতে পেরে আমি খুব খুশি। আমি বিশ্বাস করি আমরা একসঙ্গে অনেক বড় ট্রফি জিততে পারি। আপনাদের সমর্থন অব্যাহত রাখুন। আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব এবং আশা করছি সামনে আরও ট্রফি জিতব।

এবারের মৌসুমে সালাহ দারুণ ছন্দে আছেন। লিভারপুলের হয়ে এখন পর্যন্ত ৪৫ ম্যাচে ৩২টি গোল করেছেন এবং সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ২২টি। শুধুমাত্র প্রিমিয়ার লিগে তার গোল সংখ্যা ২৭, যা তাকে চলতি মৌসুমে লিগের শীর্ষ গোলদাতা বানিয়েছে।

২০১৭ সালের গ্রীষ্মে এএস রোমা থেকে লিভারপুলে যোগ দেন সালাহ। এরপর থেকেই তিনি ক্লাবটির ইতিহাসে নিজেকে কিংবদন্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। লিভারপুলের হয়ে তিনি এখন পর্যন্ত ৩৯৪ ম্যাচে মাঠে নেমে করেছেন ২৪৩টি গোল, যা ক্লাবটির সর্বোচ্চ গোলদাতার রেকর্ড।

আরো পড়ুন