বলিউডে সালমান খান ও ঐশ্বরিয়া রাইয়ের প্রেম সবারই জানা। তাদের সম্পর্ক শুরু হয়েছিল সঞ্জয় লীলা বনশালীর হম দিল দে চুকে সানম ছবির সেটে। তবে সেই প্রেম দীর্ঘস্থায়ী হয়নি। সূত্র বলছে, সালমান চাইছিলেন ঐশ্বরিয়ার চারপাশেই ঘুরে আবর্তিত হোক তার জীবন। কিন্তু প্রত্যাশা পূরণ না হওয়ায় সম্পর্ক ভেঙে যায়।
এই সময় একবার ঐশ্বরিয়ার ছবির সেটে যাওয়া মাত্রই ঝামেলা শুরু হয় সালমানের সঙ্গে। এরপর রেগে গিয়ে শাহরুখ খান ঐশ্বরিয়াকে বাদ দিয়ে রানি মুখার্জিকে নায়িকা হিসেবে বেছে নেন। মহব্বতে, দেবদাস-এর মতো একাধিক সফল ছবির পরও এই আকস্মিক পরিবর্তন ঐশ্বরিয়ার জন্য ব্যথার ছিল। এরপর থেকে সালমান ও ঐশ্বরিয়া কখনও একসঙ্গে কাজ করেননি।
শাহরুখ স্বীকার করেন, এটি ব্যক্তিগতভাবে কঠিন সিদ্ধান্ত হলেও পেশাগতভাবে প্রয়োজনীয় ছিল। তিনি জানান, ঐশ্বরিয়া ছিলেন ঘনিষ্ঠ বন্ধু এবং প্রিয় সহ-অভিনেত্রী। তার সঙ্গে জোশ, মোহব্বতে ও দেবদাস-এর মতো ব্লকবাস্টার ছবিতে কাজ করেছেন। তবে প্রযোজনা সংস্থা এবং শুটিং সময়সীমার চাপের কারণে তাকে বাদ দেওয়া হয়েছিল।
মিডিয়া রিপোর্ট অনুসারে, ঐশ্বরিয়ার তৎকালীন প্রেমিক সালমান খানের সঙ্গে যুক্ত কিছু ঘটনার প্রভাব শুটিং সেটে সমস্যা তৈরি করেছিল। প্রযোজকরা ভবিষ্যতে কোনো বিঘ্ন এড়াতে দ্রুত রানি মুখার্জির দিকে ঝুঁকে পড়েন। শেষ পর্যন্ত শাহরুখও ব্যবসায়িক কারণে রানিকেই বেছে নেন জুটি হিসেবে, যা ছিল পেশাগতভাবে সঠিক সিদ্ধান্ত। শাহরুখ জোর দিয়ে বলেন, “এটি সম্পূর্ণভাবে ব্যবসায়িক কারণে নেওয়া সিদ্ধান্ত, ব্যক্তিগত নয়।”