Ridge Bangla

সারা দেশে পুলিশের বিশেষ অভিযান, একদিনে গ্রেপ্তার ১,৭৮২ জন

সারা দেশে পরিচালিত বিশেষ অভিযানে একদিনেই ১,৭৮২ জনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশ। এর মধ্যে এক হাজার ২০৩ জন বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি, আর বাকি ৫৭৯ জনকে অন্যান্য অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২০ জুন) গণমাধ্যমকে এসব তথ্য জানান পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর। তিনি বলেন, “গত ২৪ ঘণ্টায় পরিচালিত অভিযানে মামলাভুক্ত ও ওয়ারেন্টভুক্ত ১,২০৩ জনকে এবং অন্যান্য অভিযোগে আরও ৫৭৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।”

অভিযানের সময় বিপুল পরিমাণ অস্ত্রও উদ্ধার করা হয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, এ সময় উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল, ৯ রাউন্ড গুলি, দুটি একনলা বন্দুক, ৪৬ রাউন্ড কার্তুজ, ছয়টি এলজি, চারটি রামদা, তিনটি ধারালো চাকু, দুটি শাবল, একটি লোহা কাটার কাঁচি, দুটি চাপাতি, চারটি ছুরি, সাতটি তরবারি, দুটি হাসুয়া, একটি ড্রেগার এবং একটি থ্রি-নট-থ্রি রাইফেলের বাট।

এআইজি ইনামুল হক সাগর বলেন, “সারা দেশে অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ এ ধরনের অভিযান আরও জোরদার করবে।” আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে এই বিশেষ অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন