গ্ল্যামার দুনিয়ায় আলোচিত মুখ সারা টেন্ডুলকার। নিয়মিত মডেলিং করেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিশাল অনুসারী রয়েছে। কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের কন্যা হওয়ার পাশাপাশি, নিজস্ব পরিচিতিও গড়ে তুলেছেন তিনি। তবে প্রশ্ন রয়ে গেছে—সারা কি রুপালি পর্দায় পা রাখবেন?
এ নিয়ে নানা গুঞ্জন থাকলেও এতদিন কোনো স্পষ্ট বক্তব্য দেননি সারা। তবে সম্প্রতি ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ভোগ ইন্ডিয়ার সঙ্গে এক সাক্ষাৎকারে এই বিষয়ে খোলামেলা কথা বলেন তিনি।
সাক্ষাৎকারে সারা জানান, সিনেমায় অভিনয়ের কোনো ইচ্ছা নেই তার। তিনি বলেন, “আমি অন্তর্মুখী মানুষ। ক্যামেরা দেখলে ভয় পাই। যত সিনেমার প্রস্তাব আসে, আমি সব না করে দেই। আমি বিশ্বাস করি, এই কাজে আমি সুবিচার করতে পারব না। বরং এতে আরও উৎকণ্ঠা তৈরি হবে আমার মধ্যে।”
সারার এই বক্তব্য অনেককে বিস্মিত করেছে। কারণ, বিজ্ঞাপন ও ম্যাগাজিনের ফটোশুটে তাকে আত্মবিশ্বাসী ও স্বচ্ছন্দ মনে হয়। এ বিষয়ে তিনি বলেন, “আমি ফ্যাশন ও লাইফস্টাইল নিয়ে কাজ করি একজন কনটেন্ট ক্রিয়েটর হিসেবে। তবে কেবল সেই কাজই করি যা আমার ঠিকঠাক মনে হয়। সব অফারে আমি সাড়া দিই না।”
অভিনয় জগতে প্রবেশ না করলেও সারার জনপ্রিয়তা কম নয়। আলোকচিত্রীরা সবসময়ই তার পিছু নেন। এ প্রসঙ্গে তিনি বলেন, “আমার শৈশবটা ছিল একদম স্বাভাবিক। কলোনির বন্ধুদের সঙ্গে খেলা, নিয়মিত ক্লাসে যাওয়া—এই ছিল জীবন। তখন পাপারাজ্জি এতটা ছিল না। এখন রেস্তোরাঁ, জিম—সব জায়গায় ওদের উপস্থিতি দেখি। এটা আমার জন্য অস্বস্তিকর। তবে আমি নিজেকে উপস্থাপন করার ক্ষেত্রে সবসময় যথাসম্ভব সত্যিকারের থাকার চেষ্টা করি।”
সারা আরও বলেন, তার মূল আগ্রহ পড়াশোনায় ও মানবসেবামূলক কাজে। সিনেমার সেট নয়, বরং মানুষের পাশে দাঁড়ানোর কাজেই তার আগ্রহ বেশি। তবে তিনি অভিনয় না করলেও, অনলাইনে তার প্রতি দর্শকদের কৌতূহল বরাবরই তুঙ্গে।