Ridge Bangla

সারাদেশে ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও অগ্নিসংযোগ, ৪৯ জন গ্রেপ্তার

সারাদেশে ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও অগ্নিসংযোগ, ৪৯ জন গ্রেপ্তার

মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক বিবৃতিতে জানান, গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে দেশে বিক্ষোভ মিছিলের সময় পূর্বপরিকল্পিতভাবে বিভিন্ন দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা এবং ভাঙচুরের ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়েছে। এখন পর্যন্ত কমপক্ষে ৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার, বেশ কয়েকটি শহরে গাজায় সহিংসতার প্রতিবাদে বিক্ষোভের সময় সংঘটিত সহিংস ও বেআইনি ঘটনার বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়েছে। শফিকুল আলম আরও জানান, এই হামলা ও ভাঙচুর জননিরাপত্তা এবং আইনের শাসনের অবমাননা, এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলো ঘটনাস্থল থেকে ভিডিও ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্ত করছে। এই সহিংসতা ও ধ্বংসযজ্ঞের জন্য দায়ী সবাইকে গ্রেপ্তার না করা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

আরো পড়ুন