সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে একদিনে গ্রেপ্তার করা হয়েছে ১ হাজার ৬৬৫ জনকে। এদের মধ্যে ৯৭২ জন বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি এবং ৬৯৩ জন অন্যান্য অভিযোগে গ্রেপ্তার হয়েছেন।
সোমবার (১২ মে) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর গণমাধ্যমকে জানান, গত ২৪ ঘণ্টায় চালানো এই বিশেষ অভিযানে দেশব্যাপী আইনশৃঙ্খলা রক্ষায় বড় ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।
অভিযান চলাকালে বিপুল পরিমাণ অস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে: ৩টি একনলা বন্দুক, ১টি শটগান, ২টি এলজি, ৭ রাউন্ড গুলি, ৪টি লেড বলের গুলি, ৪টি চাকু, ৩টি বার্মিজ চাকু, ২টি চাপাতি, ২টি চাইনিজ কুড়াল, ৫টি হাসুয়া, ২টি রামদা ও ৬টি ডাল।
পুলিশ জানিয়েছে, এই বিশেষ অভিযানের মূল লক্ষ্য ছিল দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা, অপরাধীদের গ্রেপ্তার এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। নিয়মিত অভিযানের পাশাপাশি বিশেষ অভিযান চালিয়ে অপরাধ দমন ও প্রতিরোধে আরও সক্রিয় হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।