রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় পুলিশের চালানো বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ১,৭৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে বিভিন্ন মামলার আসামি ও ওয়ারেন্টভুক্ত ব্যক্তি রয়েছেন ১,১২৮ জন এবং বিভিন্ন অপরাধে জড়িত সন্দেহে আরও ৬২৬ জনকে আটক করা হয়েছে।
বুধবার (২৩ জুলাই) পুলিশ সদর দফতর থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) এনামুল হক সাগর।
তিনি বলেন, সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। তারই অংশ হিসেবে গত একদিনে উল্লেখযোগ্য সংখ্যক আসামি গ্রেপ্তার করা হয়েছে।
অভিযান চলাকালে বিভিন্ন ধরনের অস্ত্র ও গুলি জব্দ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে—চারটি একনলা বন্দুক, চারটি দেশীয় একনলা শটগান, একটি এসবিবিএল বন্দুক, একটি দেশীয় পাইপগান, দুটি ম্যাগাজিন, ১৩ রাউন্ড শটগানের কার্তুজ, ২০ রাউন্ড পিস্তলের গুলি এবং চার রাউন্ড রাইফেলের গুলি।
পুলিশ জানিয়েছে, সারা দেশে অপরাধ নিয়ন্ত্রণে এই বিশেষ অভিযান চলমান থাকবে।