ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী এবং স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
রোববার (১৮ মে) বিকেল পৌনে ৪টার দিকে শুরু হওয়া এই অবরোধ কর্মসূচিতে শাহবাগ মোড়ের সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
ছাত্রদল নেতাকর্মীরা এ সময় বিক্ষোভে অংশ নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন, যেমন—‘আমার ভাই মরলো কেন? প্রশাসন জবাব চাই’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ ইত্যাদি।
এর আগে সকাল ১১টার দিকে সাম্য হত্যার মূল আসামিকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে শাহবাগ থানাও ঘেরাও করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে দুপুর ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘সাদা দল’ নামে জাতীয়তাবাদী শিক্ষকদের সংগঠন অপরাজেয় বাংলার পাদদেশে সংবাদ সম্মেলন করে।
সাদা দলের নেতারা এই হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেন এবং দাবিগুলো মানা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।
ছাত্রদল ও সাদা দলের এই কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশ নেন। তবে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।