বাংলা সিনেমার ক্ষণজন্মা কিংবদন্তি অভিনেতা সালমান শাহের মৃত্যু নিয়ে এখনও রহস্য কাটেনি। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমানের মৃত্যুর পর পুরো দেশ শোকস্তব্ধ হয়ে পড়েছিল। দীর্ঘ ২৯ বছর পেরিয়ে গেলেও তাঁকে নিয়ে আলোচনার আবহ কমেনি। এবার নতুন করে আলোচনায় উঠে এসেছে তাঁর স্ত্রী সামিরার ব্যক্তিগত জীবন এবং সালমান শাহের এক বন্ধুকে বিয়ে করার প্রসঙ্গ।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে সামিরার ওই বিয়ের প্রসঙ্গ। অনেকে প্রশ্ন তুলেছেন, সালমান শাহের মৃত্যু পর তিনি কেন তাঁরই এক বন্ধুকে বিয়ে করেছিলেন?
এই প্রশ্নের জবাবে সামিরা জানান, “এটা কেমন প্রশ্ন! সালমান মারা যাওয়ার পর তিনি নিজেই (তাঁর বন্ধু) একবার রেডিও এফএম-এ বলেছিলেন, ‘সামিরা আমাকে কিছু না বলেই কেন চলে গেল? ওর বাবা কেন ওকে নিয়ে গেল? আমি তো ওকে আমার ছেলের সঙ্গে বিয়ে দিতে পারতাম।’”
সামিরা আরো বলেন, “যদি তিনি (সালমানের বন্ধু) তাঁর ছেলের সঙ্গে আমাকে বিয়ে দিতে চেয়ে থাকেন, তাহলে আমি কেন তাঁর বন্ধুকে বিয়ে করতে পারব না?” তবে সামিরা এই বিয়ে সম্পূর্ণরূপে নিজের সিদ্ধান্তে করেননি বলেও দাবি করেন। তাঁর ভাষ্য অনুযায়ী, “বন্ধুর সঙ্গে বিয়েটা আমার সিদ্ধান্ত ছিল না। এটা আমার বাবা-মায়ের সিদ্ধান্তে হয়েছিল। এটা ছিল অ্যারেঞ্জ ম্যারেজ, লাভ ম্যারেজ নয়।”
প্রসঙ্গত, সালমান শাহের মৃত্যু রহস্য আজও দেশের চলচ্চিত্রপ্রেমীদের মনে একটি বড় প্রশ্ন হয়ে রয়ে গেছে। ২০২০ সালের ২৪ ফেব্রুয়ারি তদন্ত বিভাগ জানায়, সালমান আত্মহত্যা করেছিলেন। কিন্তু তার পরিবার ও ভক্তরা এই ব্যাখ্যায় সন্তুষ্ট নন। সামিরার বিয়ের বিষয়টিও সালমানের স্মৃতিকে ঘিরে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।