সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহারে বিনয়, সহনশীলতা, সাংগঠনিক শৃঙ্খলা ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার জন্য নেতাকর্মীদের বিশেষ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। রোববার (১০ আগস্ট) রাতে দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তথ্যপ্রযুক্তির যুগে সামাজিক যোগাযোগ মাধ্যম গণমানুষের মতপ্রকাশের অন্যতম প্রধান মাধ্যম হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে এর ব্যবহার হতে হবে দায়িত্বশীল, সহনশীল এবং অন্যান্য মত ও পথের প্রতি শ্রদ্ধাশীল। গণতন্ত্র, নারীর প্রতি সম্মান, ধর্মীয় সহাবস্থান ও ধর্মীয় বিধানের প্রতি শ্রদ্ধাশীল থাকা প্রতিটি নেতাকর্মীর জন্য অপরিহার্য।
সংগঠন মনে করে, ভিন্ন মত ও পথের দলগুলোর সাথে মতাদর্শিক পার্থক্য বা নীতি-কৌশল নিয়ে বিতর্ক হতে পারে, তবে তা সবসময়ই পারস্পরিক শ্রদ্ধাপূর্ণ ও সম্মানজনক হওয়া উচিত। বিজ্ঞপ্তিতে বিশেষভাবে উল্লেখ করা হয়, জাতীয়তাবাদী ছাত্রদল সব নারীর প্রতি শ্রদ্ধাশীল এবং রাজনীতিতে নারীর অংশগ্রহণকে উৎসাহিত করে। নারীর প্রতি অসম্মানজনক আচরণ করলে সংগঠন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
এছাড়া ছাত্রদল সব ধর্মাবলম্বীর ধর্মীয় স্বাধীনতা ও সহাবস্থানের নীতিতে বিশ্বাসী। মুসলিম জনগোষ্ঠীর পর্দার বিধানের প্রতি পূর্ণ শ্রদ্ধাশীল থেকে সংগঠন অতীতে সেক্যুলারিজমের নামে পর্দা সীমিতকরণের প্রচেষ্টার বিরোধিতা করেছে এবং ভবিষ্যতেও করবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতাকর্মীরা বিনয়, পরিশীলতা, সহনশীলতা ও সাংগঠনিক আদর্শ বজায় রেখে মতামত প্রকাশ করবেন। সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ নির্দেশনা প্রদান করেন।