ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া কেবল অভিনয়েই নয়, ভ্রমণপ্রেমী হিসেবেও বেশ পরিচিত। কাজের ব্যস্ততার ফাঁকে সুযোগ পেলেই তিনি ঘুরে বেড়াতে ভালোবাসেন। বর্তমানে টয়া অবস্থান করছেন শ্রীলঙ্কায় এবং সেখান থেকেই তিনি ভক্তদের জন্য ভাগ করে নিচ্ছেন ভ্রমণের কিছু বিশেষ মুহূর্ত।
সম্প্রতি শ্রীলঙ্কার আহাঙ্গামা সমুদ্রসৈকত থেকে পোস্ট করা একগুচ্ছ ছবি মুহূর্তেই নেটিজেনদের দৃষ্টি কাড়ে। ছবিগুলোতে দেখা যায়, সমুদ্রতটে খালি পায়ে হাঁটছেন টয়া, কখনও ক্যামেরার সামনে ভিন্ন ভঙ্গিতে পোজ দিচ্ছেন, আবার কখনও দোলনায় বসে উপভোগ করছেন নিরিবিলি প্রকৃতি। এদিন তার পরনে ছিল মিন্ট গ্রিন স্ট্র্যাপড টপ ও সাদা লং স্কার্ট, যা তার সৌন্দর্যে যুক্ত করেছে নতুন মাত্রা।
ছবিগুলোর ক্যাপশনে টয়া লেখেন, “সমুদ্রের ধারে খালি পায়ে হাঁটা মানে নিজের আত্মার সঙ্গেই হাঁটা।” এই কাব্যিক ক্যাপশন ও দৃষ্টিনন্দন ছবিগুলো দেখে ভক্তরা মুগ্ধ হয়েছেন। অনেকেই মন্তব্যে জানিয়েছেন শুভেচ্ছা ও ভালোবাসা, কেউ কেউ প্রশংসা করেছেন তার ফ্যাশন সেন্স এবং স্বতঃস্ফূর্ত জীবনযাপনকে।
অভিনয়ে আপাতত বিরতি নিলেও টয়া ওটিটি প্ল্যাটফর্মসহ কয়েকটি নতুন প্রজেক্ট নিয়ে নির্মাতাদের সঙ্গে কথাবার্তা চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে। কাজ শুরু হওয়ার আগে এই অবসর সময়টা তিনি কাটাচ্ছেন ভ্রমণ ও আত্মঅন্বেষণের মধ্য দিয়ে। তার নির্ভার জীবনযাপন ও প্রকৃতির সঙ্গে মিশে থাকার মুহূর্তগুলো সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই ভক্তদের মুগ্ধতা যেন আরও বেড়ে গেছে।