টালিউডের জনপ্রিয় নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনয় জীবনের শুরুতে কঠিন লড়াইয়ের মুখে পড়েছিলেন। বিশেষ করে পরিবারের আপত্তিই তার বড় বাঁধা হয়ে দাঁড়িয়েছিল। সম্প্রতি মুক্তির অপেক্ষায় থাকা তার নতুন ছবি ‘বেলা’ নিয়ে কথা বলতে গিয়ে তিনি শেয়ার করেছেন নিজের সেই শুরুর দিনের অভিজ্ঞতা।
ঋতুপর্ণা জানান, তার পরিবারে প্রায় সবাই ছিলেন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা। বাবা চাইতেন মেয়েও যেন সরকারি চাকরি করেন। ফলে প্রযোজকেরা যখন অভিনয়ের প্রস্তাব নিয়ে ফোন করতেন, বাবা সরাসরি জানিয়ে দিতেন— “আমার মেয়ের সিনেমায় আগ্রহ নেই, আবার ফোন করবেন না।” এতে হতাশ না হয়ে বরং আরও বেশি লড়াই করতে হয়েছিল তাকে। তবে বাবার অনিচ্ছা সত্ত্বেও মায়ের সমর্থন পেয়েছিলেন তিনি।
আনিলাভ চট্টোপাধ্যায় পরিচালিত ‘বেলা’ ছবিতেও উঠে এসেছে এমন এক নারীর গল্প, যিনি পারিবারিক গোঁড়ামি ও সামাজিক বাঁধা অতিক্রম করে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। ছবিটির সঙ্গে তাই অভিনেত্রীর ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতার অনেক মিল খুঁজে পান তিনি। ২৯ আগস্ট মুক্তি পাচ্ছে সিনেমাটি।
ঋতুপর্ণা জানান, এই ছবির শুটিংয়ের সময় তার মা অসুস্থ হয়ে পড়েছিলেন। তাই শুটিংয়ের ফাঁকেই হাসপাতালে দৌড়াতে হয়েছে বারবার। এ কারণেই ছবিটি তার কাছে বিশেষ আবেগের। অভিনেত্রীর ভাষায়, “আমি সব সময় এমন কিছু ছবিতে কাজ করতে চাই যেখানে ইতিহাসকে তুলে ধরা যায়। এই ছবির একটি দৃশ্য শুট হয়েছিল ‘হিন্দুস্তান রেকর্ডস’-এর স্টুডিওতে, যা এশিয়ার প্রাচীনতম অডিও রেকর্ড স্টুডিও। অসংখ্য কিংবদন্তি শিল্পী সেখানে রেকর্ড করেছেন। আমার কাছে এটি জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা হয়ে থাকবে।”