Ridge Bangla

সামরিক কর্মকর্তাদের অবিচার-বঞ্চনার অভিযোগ তদন্তে কমিটি গঠন

বিগত সরকারের সময়ে সশস্ত্র বাহিনীতে চাকরিজীবনে অবিচার, বঞ্চনা ও প্রতিহিংসার শিকার হয়েছেন—এমন অভিযোগ করা অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের আবেদন যাচাই-বাছাই ও পর্যালোচনার জন্য একটি তদন্ত কমিটি গঠন করেছে সরকার। ২০০১ সাল থেকে চলতি বছরের ৪ আগস্ট পর্যন্ত সময়কালের অভিযোগসমূহ পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ দেবে এ কমিটি।

রোববার (১৭ আগস্ট) প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে জানা যায়, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আশরাফুল ইসলামের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়নবিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজকে কমিটির সভাপতি করা হয়েছে। আর সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধান উপদেষ্টা কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগের অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড লজিস্টিকস মহাপরিচালক।

এ ছাড়া কমিটির সদস্য হিসেবে রয়েছেন—
মেজর জেনারেল (অব.) মুহম্মদ শামস-উল-হুদা, মেজর জেনারেল (অব.) শেখ পাশা হাবিব উদ্দিন, রিয়ার অ্যাডমিরাল (অব.) মোহাম্মদ শফিউল আজম, এয়ার ভাইস মার্শাল (অব.) মুহাম্মদ শাফকাত আলী, বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল, নৌবাহিনীর সদর দপ্তরের নেভাল সেক্রেটারি এবং বিমান বাহিনী সদর দপ্তরের এয়ার সেক্রেটারি।

আরো পড়ুন