Ridge Bangla

সাভার থেকে উদ্ধার ‘নিখোঁজ’ এইচএসসি পরীক্ষার্থী মাহিরা

রাজধানীর ভাটারা এলাকা থেকে নিখোঁজ হওয়া এইচএসসি পরীক্ষার্থী মাহিরা বিনতে মারুফকে সাভার থেকে উদ্ধার করেছে র‍্যাব-৪। রোববার (২৯ জুন) দিবাগত রাতে সংস্থাটির একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে।

মাহিরা ভাটারা থেকে সরকারি বাংলা কলেজে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য শনিবার সকাল ৮টার দিকে বের হয়েছিলেন। কিন্তু তিনি পরীক্ষাকেন্দ্রে পৌঁছাননি এবং এরপর থেকে আর বাড়ি ফেরেননি।

পরিবারের সদস্যরা জানান, আত্মীয়স্বজন ও পরিচিতজনদের সঙ্গে যোগাযোগ করেও তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে বিষয়টি জানিয়ে ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

র‍্যাব-৪ অভিযান চালিয়ে সাভার থেকে মাহিরাকে উদ্ধার করে এবং বর্তমানে তাকে নিরাপদ স্থানে রাখা হয়েছে। তার শারীরিক অবস্থা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়েছে।

মাহিরার নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবারে চরম উদ্বেগ দেখা দিয়েছিল। তাকে উদ্ধারের খবরে পরিবার ও সংশ্লিষ্ট মহলে স্বস্তি ফিরে এসেছে। এ ঘটনায় বিস্তারিত তদন্ত ও পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন