বৃষ্টির পানিতে ডুবে থাকা নালায় লেগুনা উল্টে প্রাণ হারিয়েছেন দুই পোশাক শ্রমিক। আহত হয়েছেন আরও তিনজন। বুধবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় সাভারের আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের জামগড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন আশুলিয়ার এনভয় গার্মেন্টসের সুপারভাইজার বদরুল আলম গাজী (৩৮) ও ইউনিমাস স্পোর্টসওয়্যার কারখানার অপারেটর হৃদয় মিয়া (৩৫)। আহতদের মধ্যে রয়েছেন বিলকিস (৩০), সুব্রত পাল (৩২) ও নূরুল ইসলাম (৫০)। তাঁরা সবাই কাজ শেষে বাসায় ফিরছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ভারী বৃষ্টির কারণে সড়কের বিভিন্ন স্থানে পানি জমে যায়। লেগুনাটি ৮-১০ জন যাত্রী নিয়ে বাইপাইলের দিকে যাচ্ছিল। রাস্তায় জমে থাকা পানি ও পাশের নালার পানি একাকার হয়ে যাওয়ায় অসতর্কভাবে লেগুনার একটি চাকা নালায় পড়ে যায় এবং সেটি উল্টে যায়। এতে যাত্রীরা ড্রেনের পানিতে পড়ে যান।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধারকাজে অংশ নেন। আহতদের আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক বদরুল ও হৃদয়কে মৃত ঘোষণা করেন। আহত বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি পাঠানো হয়েছে।
স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে রাস্তাটিতে পর্যাপ্ত ড্রেনেজ না থাকায় এমন দুর্ঘটনা প্রায়ই ঘটে। দুর্ঘটনার পর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।