Ridge Bangla

সাবেক সেনাপ্রধান হারুন অর রশীদ মারা গেছেন

বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) এম হারুন অর রশিদ (বীর প্রতীক) সোমবার (৪ আগস্ট) চট্টগ্রামে মারা গেছেন। দুপুরে চট্টগ্রাম ক্লাবের একটি কক্ষে তার মরদেহ পাওয়া যায়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী জোনের সহকারী কমিশনার মাহফুজুর রহমান জানান, সম্মিলিত সামরিক হাসপাতালের চিকিৎসকদের একটি দল চট্টগ্রাম ক্লাবে এসে হারুন অর রশিদের পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ জোনের উপ-কমিশনার মো. আলমগীর হোসেন বলেন, হারুন অর রশীদ রাতে একটি বিয়ের দাওয়াতে অংশগ্রহণ করেন এবং পরে ক্লাবের ৩০৮ নম্বর রুমে রাত্রিযাপন করেন। সকালে তার একটি গুরুত্বপূর্ণ মিটিং ছিল। মোবাইলে বারবার কল দেয়া হলেও তিনি কোনো সাড়া দেননি। দরজায় নক করেও সাড়া না পেয়ে বারান্দার গ্লাসের দরজা ভেঙে তার মরদেহ বিছানায় পড়ে থাকতে দেখা যায়।

তিনি আরও জানান, আপাতত মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। সুরতহাল প্রতিবেদন তৈরি হচ্ছে এবং পরিবারের অনুমতি সাপেক্ষে ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

ঘটনাস্থলে সেনাবাহিনী, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তা ও ক্রাইম সিন ইউনিটসহ বিভিন্ন সংস্থার সদস্যরা উপস্থিত রয়েছেন।

হারুন অর রশিদের মৃত্যুতে দেশের সামরিক ও বেসামরিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।

আরো পড়ুন