দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘প্রহসনমূলক’ আখ্যা দিয়ে তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও কমিশনারদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি। দলটির পক্ষ থেকে অজ্ঞাতনামা আরও ১৯ জনের বিরুদ্ধেও মামলা দায়েরের প্রক্রিয়া শুরু হয়েছে।
রোববার (২২ জুন) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগপত্র বর্তমান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের কাছে জমা দেওয়া হয়।
আবেদনপত্রটি জমা দিতে নির্বাচন ভবনে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও মামলা সংরক্ষণ সমন্বয়ক সালাহ উদ্দিন খানের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলে আরও ছিলেন কেন্দ্রীয় নেতা মো. মিজানুর রহমান, মো. ইকবাল হোসেন, শরিফুল ইসলাম ও নাঈম হাসান।
প্রতিনিধি দল অভিযোগ করে জানায়, তিনটি জাতীয় নির্বাচনে ব্যাপক ভোট ডাকাতি, জালিয়াতি, প্রশাসনের অপব্যবহার এবং জনগণের ভোটাধিকার হরণের অভিযোগ থাকা সত্ত্বেও তৎকালীন নির্বাচন কমিশন কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। তাই বর্তমান কমিশনের প্রতি দাবি জানানো হয়েছে—বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক।
আবেদনপত্র জমা দেওয়ার পর বিএনপি জানায়, তারা শিগগিরই শেরেবাংলা নগর থানায় আনুষ্ঠানিকভাবে মামলার আবেদন করবেন। তাদের মতে, সাবেক নির্বাচন কমিশনগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ সময়ের দাবি এবং এটি গণতন্ত্র পুনরুদ্ধারে একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হওয়া উচিত।