Ridge Bangla

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তার স্ত্রীর বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিস জারির আদেশ

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্ত্রী রুকমীলা জামানের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিস জারির নির্দেশ দিয়েছেন আদালত।

আজ রোববার (২১ সেপ্টেম্বর) চট্টগ্রামের সিনিয়র মেট্রোপলিটন স্পেশাল জজ মো. আবদুর রহমান এ আদেশ দেন। দুদকের আবেদনের প্রেক্ষিতেই এ নির্দেশনা দেয়া হয়।

দুদকের আইনজীবী অ্যাডভোকেট মোকাররম হোসাইন জানান, দুদকের করা একটি মামলায় আসামি হিসেবে নাম থাকা এ দম্পতির বিরুদ্ধে রেড নোটিস জারির অনুমতি চেয়ে আবেদন করা হয়েছিল।

শুনানি শেষে আদালত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বিষয়টি ইন্টারপোলে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

এরই মধ্যে আজ ভোরে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহায় জাবেদ ও রুকমীলার গাড়িচালকের বাড়িতে অভিযান চালায় দুদক। সেখান থেকে ২০ বস্তা নথি জব্দ করা হয়।

দুদকের কর্মকর্তাদের দাবি, উদ্ধার হওয়া কাগজপত্রে ভারত, ভিয়েতনাম, কম্বোডিয়া, থাইল্যান্ড ও মালয়েশিয়ায় সাবেক এই মন্ত্রীর সম্পদের তথ্য রয়েছে। এর আগে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, দুবাই ও সিঙ্গাপুরেও তার বিপুল সম্পদের তথ্য পাওয়া গিয়েছিল।

এই পোস্টটি পাঠ হয়েছে: ২৮

আরো পড়ুন