Ridge Bangla

সাবেক ভূমিমন্ত্রীর অবৈধ সম্পদে দুদকের অভিযান, ২৩ বস্তা নথি উদ্ধার

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর অবৈধ সম্পদের খোঁজে অভিযান চালিয়ে ২৩ বস্তা নথি উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (২১ সেপ্টেম্বর) সকালে দুদকের একজন দায়িত্বশীল কর্মকর্তা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

এদিকে ঘুষ গ্রহণ, প্রতারণা, ক্ষমতার অপব্যবহার ও অর্থ পাচারের অভিযোগে সাইফুজ্জামান ও তার স্ত্রী রুকমিলা জামান, যিনি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসির সাবেক চেয়ারম্যান, তাদেরসহ মোট ১০ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। ১৮ সেপ্টেম্বর মামলার বিষয়টি নিশ্চিত করেন দুদকের উপপরিচালক আখতারুল ইসলাম।

মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন ইউসিবি পিএলসির সাবেক পরিচালক সৈয়দ কামরুজ্জামান, আরামিট পিএলসির কর্মকর্তা উৎপল পাল, আব্দুল আজিজ, মো. জাহাঙ্গীর আলম, মো. মিসবাহুল আলম, মো. ফারিদ উদ্দিন, মো. জাহিদ, নূর মোহাম্মদ ও মো. ইয়াসিনুর রহমান। এজাহারে উল্লেখ করা হয়, আসামিরা যোগসাজশে থার্মেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদির মোল্লাকে ভয়ভীতি দেখিয়ে ৫২ কোটি টাকা ঘুষ দিতে বাধ্য করেন। পরবর্তীতে ওই অর্থ বিদেশে পাচার করা হয়।

সাইফুজ্জামান চৌধুরী চট্টগ্রামের আনোয়ারা আসনের সংসদ সদস্য ছিলেন এবং একাধিকবার মন্ত্রিসভায় ভূমিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। রাজনীতিতে তার প্রবেশ বাবার মৃত্যুর পর উপনির্বাচনের মাধ্যমে। তিনি ছিলেন ইউসিবি নির্বাহী কমিটির চেয়ারম্যান ও শিল্প প্রতিষ্ঠান আরামিট গ্রুপের চেয়ারম্যান। এছাড়া তিনি তিনবার চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি নির্বাচিত হন।

এই পোস্টটি পাঠ হয়েছে: ২১

আরো পড়ুন