Ridge Bangla

সাবেক ফরাসি প্রেসিডেন্ট সারকোজির পাঁচ বছরের কারাদণ্ড

ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলা সারকোজিকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন প্যারিসের একটি ফৌজদারি আদালত। লিবিয়ার প্রয়াত নেতা মুয়াম্মার গাদ্দাফির কাছ থেকে অবৈধ অর্থ নেওয়ার অভিযোগে করা মামলায় তাকে দোষী সাব্যস্ত করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি কোটি কোটি ইউরোর অবৈধ তহবিল রাজনৈতিক কার্যক্রমে ব্যবহার করেছেন।

তবে আদালত তাকে প্যাসিভ দুর্নীতি ও অবৈধ নির্বাচনী তহবিল সংগ্রহের অভিযোগ থেকে খালাস দিয়েছে। এই রায়ের ফলে সারকোজিকে কারাভোগ করতে হতে পারে। তবে জানা গেছে তিনি এই রায়ের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছেন।

বৃহস্পতিবারের (২৫ সেপ্টেম্বর) ৭০ বছর বয়সী সাবেক এই প্রেসিডেন্ট আদালতের দেওয়া রায়ের প্রতিক্রিয়ায় বলেন, এ সিদ্ধান্ত আইনের শাসনের জন্য অত্যন্ত গুরুতর। সারকোজি ২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত ফ্রান্সের প্রেসিডেন্ট ছিলেন। তার বিরুদ্ধে গাদ্দাফির শাসনামল থেকে প্রচুর অর্থ নেওয়ার অভিযোগ দীর্ঘদিন ধরে আলোচনায় ছিল, যা এ রায়ে নতুন মাত্রা পেল।

এই পোস্টটি পাঠ হয়েছে: ৪১

আরো পড়ুন