বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর নামে থাকা প্রায় ২ কোটি ৩৭ লাখ টাকার জমি ক্রোক এবং ১৬টি ব্যাংক হিসাব ফ্রিজ করার আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার (৩ জুলাই) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে এ আদেশ দেন।
দুদকের উপ-সহকারী পরিচালক খায়রুল হাসান আদালতে করা আবেদনে উল্লেখ করেন, শম্ভুর বিরুদ্ধে জ্ঞাত আয়ের বাইরে ৫ কোটি ৪১ লাখ টাকার সম্পদ অর্জন ও দখলে রাখার অভিযোগে মামলা হয়েছে। এছাড়া তার নামে থাকা ১৬টি ব্যাংক হিসাবে পাওয়া গেছে ৪১ কোটি ৯৩ লাখ টাকার অস্বাভাবিক লেনদেন।
আবেদনে আরও জানানো হয়, তদন্তে যেসব সম্পদ চিহ্নিত হয়েছে, সেগুলো বেহাত করার চেষ্টা করছেন শম্ভু। তাই দ্রুত ওই সম্পদগুলো ক্রোক ও অর্থ ফ্রিজ করা জরুরি বলে উল্লেখ করা হয়।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানিয়েছেন, আদালতের আদেশ অনুযায়ী সাবেক এমপির নামে থাকা সঞ্চয়পত্র, জমি এবং গাড়ি ক্রয়ের অর্থসহ মোট প্রায় ৫ কোটি ২৮ লাখ টাকার সম্পদ ফ্রিজ করা হয়েছে।
উল্লেখ্য, ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বরগুনা-১ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তার বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ বর্তমানে দুদকের তদন্তাধীন রয়েছে।