ভারতের জনপ্রিয় সাবেক অভিনেত্রী ও ‘বিগ বস’ তারকা সানা খানের মা সাইদা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২৪ জুন) মুম্বাইয়ে তার মৃত্যু হয়। বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থতায় ভুগছিলেন। মৃত্যুর খবরটি সানা নিজেই নিশ্চিত করেছেন ইনস্টাগ্রামে।
এক আবেগঘন পোস্টে সানা লেখেন, “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার প্রিয় মা মিসেস সাইদা, যিনি শারীরিক জটিলতার সঙ্গে দীর্ঘদিন ধরে লড়াই করছিলেন, আজ মহান আল্লাহর কাছে ফিরে গেছেন।”
মঙ্গলবার রাতে এশার নামাজের পর মুম্বাইয়ের ওশিওয়ারা কবরস্থানে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়। সানা জানিয়েছিলেন, রাত ৯টা ৪৫ মিনিটে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে এবং সবাইকে তার মায়ের জন্য দোয়ার অনুরোধ করেন।
সেই রাতেই শেয়ার করা ভিডিওতে দেখা যায়, কালো পোশাকে আবেগে ভেঙে পড়া সানা খানের পাশে ছিলেন তার ঘনিষ্ঠজনরা। তার বাসায় গিয়ে শোক প্রকাশ করেন কৌতুকাভিনেতা মুনাওয়ার ফারুকীর স্ত্রী মেহজাবীন কোটওয়ালা ও গীতিকার জাভেদ আলী।
উল্লেখ্য, সানা খানের মায়ের সঙ্গে ছিল গভীর সম্পর্ক। প্রায়ই সামাজিক মাধ্যমে তাদের মুহূর্তগুলো শেয়ার করতেন তিনি। ২০২০ সালে ধর্মীয় কারণে অভিনয় ছেড়ে দেন সানা এবং ঘোষণা দেন যে জীবনের বাকি সময় তিনি আল্লাহর পথে চলতে চান ও মানবতার সেবায় নিজেকে নিয়োজিত করবেন।